কলকাতা ২১ জুনঃ হিউমান রাইটস ফোরাম এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বেঙ্গল একাডেমী ফর কারাটে এন্ড সেলফ ডিফেন্স এর যৌথ উদ্যোগে ২১ শে জুন দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুল এ অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল যোগ দিবস |যোগের অনুষ্ঠানে উপস্থিত থেকে দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুল এর ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা সকলেই খুব আনন্দিত হন সমগ্র অনুষ্ঠানটি আরো মনোগ্রাহী করে তোলে বাচ্চাদের যোগ এর প্রদর্শন যোগ দিবস এর এই কার্য্যক্রমের মাধ্যমে সকলের কাছে যোগ এর গুরুত্ব সম্পর্কে এক সদর্থক |

অনুষ্ঠানে হিউমান রাইটস এর পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্ৰী সুজয় চ্যাটার্জী , কারাটে একাডেমী র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিস অরিত্রি দে যিনি একধারে সামাজিক এবং ক্রীড়া এক্টিভিস্ট, উপস্থিত ছিলেন দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুল এর প্রিন্সিপাল মাননীয়া ডক্টর রোমিলি সেন |
টিচার কোঅর্ডিনেটর শ্বেতা আগরওয়াল এবং আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী সুজয় চ্যাটার্জী যিনি যোগের গুরুত্ব এবং বর্তমানে এটি কেন প্রয়োজন তার ওপর বলেন এছাড়া বক্তব্য রাখেন প্রিন্সিপাল ডক্টোর রোমিলি সেন…সমগ্র অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করেন মিস অরিত্রি দে |
এই যোগের অনুষ্ঠানে উপস্থিত থেকে দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুল এর ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা সকলেই খুব আনন্দিত হন সমগ্র অনুষ্ঠানটি আরো মনোগ্রাহী করে তোলে বাচ্চাদের যোগ এর প্রদর্শন…যোগ দিবস এর এই কার্য্যক্রমের মাধ্যমে সকলের কাছে যোগ এর গুরুত্ব সম্পর্কে এক সদর্থক |





