কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

Spread the love


কলকাতা,২৪ অক্টোবর ২০২৫ – এই সুটকেসটা আকাশদীপের জন্য খুব ভালো উপহার। সারাবছরই তো সুটকেস গুছিয়ে রাখতে হচ্ছে। একটা সময় আমাকে সুটকেস গুছিয়ে রাখতে হত। এখন আকাশদীপকে রাখতে হচ্ছে,”এভাবেই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সেরা ক্রিকেটারের সম্মান প্রাপক আকাশদীপের প্রশংসা করলেন সৌরভ গাঙ্গুলী। একটা সময় নিজে ক্রীড়া সাংবাদিকদের বিচারে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত তারকা ক্রীড়াব্যক্তিত্ব। নতুন প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্বদের সেরার পুরস্কার নিতে দেখে উৎসাহিত করলেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি লিয়েণ্ডার পেজ। জীবনকৃতি সম্মান পেলেন তিনি।
৩০ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। জিতেছেন একাধিক পদক। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় যেন পেজ পরিবারের উত্তরাধিকার বহনের সাক্ষ্য। প্রথম এশিয়ান হিসেবে অলিম্পিকে টেনিসে পদক পেয়েছেন তিনি। এ বার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে লিয়েন্ডার নস্টালজিক।
বলছেন, ‘আমার টেনিস খেলার সময় বিশ্বের যেখানেই খেলেছি, আমার মন সবসময় কলকাতায় থেকেছে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম ভারতের প্রত্যেক ছেলে, প্রত্যেক মেয়ে অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারে।’
সদ্য বাবাকে হারিয়েছেন লিয়েন্ডার। ডঃ ভেস পেজে প্রয়াণে ছিল শোকের ছায়া। এ দিন লিয়েন্ডারের কথায় উঠে এল ভেস পেজের কথা। বলেন, ‘আমার বাবা অলিম্পিক্সে পদক জিতেছিলেন, আমি সবসময় বাবার মতো হতে চেয়েছি।’
বর্তমানে লিয়েণ্ডার অবসরের পর এখন স্থানীয় টেনিসের উন্নতিতে কাজ করছেন। এক্ষেত্রে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভও। তিনি বলেন, ‘আমি সৌরভকে ধন্যবাদ জানাতে চাই, আমি এবং সৌরভ দু’জনেই নিজেদের রুটে ফিরেছি, কলকাতায় এসে ক্রিকেট ও টেনিস নিয়ে কাজ করছি। ভবিষ্যতে আরও চ্যাম্পিয়ন তৈরি করতে চাই।’

Whatsapp image 2025 10 26 at 12.11.43

লিয়েন্ডার পেজের পাশাপাশি হকি কিংবদন্তী দিলীপ তিরকেকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। তিনি বলেন, ‘সিএসজেসি-কে ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য। ১৯৯২-৯৩ সালে আমি কলকাতার সাই-তে ছিলাম, ফলে কলকাতার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কলকাতায় আসা আমার কাছে সবসময় স্পেশাল। হকির জন্য কলকাতা বরাবরই পথিকৃত। প্রথম হকি টুর্নামেন্ট, প্রথম অলিম্পিক টিম সবকিছুতেই ছিল কলকাতার নাম। আশা করি ভবিষ্যতে আরও তারকা কলকাতা থেকে উঠে আসবেন।

একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের তালিকাঃ

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সভাপতি: সৌরভ গঙ্গোপাধ্যায় ,বর্ষসেরা ক্রীড়াবিদ (সিনিয়র): ঐহিকা মুখার্জি,বর্ষসেরা ক্রীড়াবিদ (জুনিয়র): সর্বার্থ মানি,বর্ষসেরা কোচ: কিবু ভিকুনা,বর্ষসেরা ক্রিকেটার: আকাশ দীপ
বর্ষসেরা ফুটবলার: সুভাষিস বোস,স্টার ফুটবলার অব দ্য ইয়ার: রবি হাঁসদা
বর্ষসেরা মহিলা ফুটবলার: সঙ্গীতা বসফোরে,বর্ষসেরা মহিলা অ্যাথলিট: মৌমিতা মণ্ডল,বর্ষসেরা পুরুষ অ্যাথলিট: সতায়ু মণ্ডল,বর্ষসেরা জিমন্যাস্ট: প্রতিষ্ঠা সামন্ত
বর্ষসেরা শ্যুটার: অভিনব শ’,বর্ষসেরা রোয়ার: শ্বেতা ব্রহ্মচারী,বর্ষসেরা খো খো খেলোয়াড়: সুমন বর্মন,বর্ষসেরা সাঁতারু: সানিথি মুখার্জি,বর্ষসেরা হকি খেলোয়াড়: অভয় এক্কা,বর্ষসেরা ভলিবল খেলোয়াড়: কুনাল দাস।


Spread the love

Related Posts

“আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক বিজেতা দুই তীরন্দাজিকে সম্মানিত করলো কলকাতার সাই “

Spread the love

Spread the love কলকাতা, ১ আগস্ট,২০২৫ : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই) ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স (এনসিওই) কলকাতা শুক্রবার সম্প্রতি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে এমন দু’জন আগত তীরন্দাজকে সম্মানিত…


Spread the love

21 জুন দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুল এ অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল যোগ দিবস

Spread the love

Spread the loveকলকাতা ২১ জুনঃ হিউমান রাইটস ফোরাম এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বেঙ্গল একাডেমী ফর কারাটে এন্ড সেলফ ডিফেন্স এর যৌথ উদ্যোগে ২১ শে জুন দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুল এ…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

SPK জৈন ফিউচারিস্টিক একাডেমির দীপাবলির সৌজন্যে তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করে।

ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, মুখুল মাধব ফাউন্ডেশন ও FICCI FLO কলকাতার সাইকেল বিতরণ অনুষ্ঠান।

রোগীদের অভিজ্ঞতা সপ্তাহ উদযাপনের জন্য সিএমআরআই হাসপাতাল ওয়াকাথনের আয়োজন করেছেনিরাময়, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের চেতনাকে সম্মান জানাতে একটি উদ্যোগ

সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি

সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি