কবে শুরু আইপিএল, জানিয়ে দিল বিসিসিআই। গ্রুপের বাকি ম্যাচ ৬ ভেন্যুতে।

Spread the love


কলকাতা– ১৪ মে,২০২৫ : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা হলেও কমেছে। সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে।আর এই পরিস্থিতি বিবেচনা করেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষ থেকেই আবারও শুরু হবে আইপিএল। মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় দু’টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল সহ বাকি ১৭ টি ম্যাচের জন্য নতুন করে সূচি তৈরি করতে হয়েছে বোর্ডকে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আইপিএল শুরু হবে আগামী ১৭ মে, শনিবার থেকে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। নকআউট পর্বের দিন ঘোষণা হলেও ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও জানায়নি বোর্ড। তবে তা খুব দ্রুতই ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। পূর্ব সূচি অনুযায়ী একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লিগ পর্বের বাকি ১৩টি ম্যাচ মোট ৬ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তার মধ্যে গত বৃহস্পতিবার যুদ্ধ পরিস্থিতির কারণে ধর্মশালায় মাঝপথে বদ্ধ হয়ে যাওয়া পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটিও রয়েছে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ ও মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। তবে চেন্নাই এবং হায়দরাবাদে কোনও ম্যাচ রাখা হয়নি।
বিসিসিআই-এর পক্ষ থেকে পরিবর্তিত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরের মাঠে ১৭ মে কেকেআর এবং ২৩ মে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে খেলবে।‌ রাজস্থানের জয়পুরে হবে তিনটি ম্যাচ। রাজস্থান রয়্যালস ১৮ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে। গত বৃহস্পতিবার ধর্মশালায় বাতিল হয়ে যাওয়া পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে অনুষ্ঠিত হবে জয়পুরে। এছাড়াও, ২৬ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটিও অনুষ্ঠিত হবে জয়পুরে।
দিল্লিতেও অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ১৮ মে দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২০ মে দিল্লিতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ২৫ মে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। লখনৌয়ে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। ১৯ মে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে লখনৌ সুপার জায়ান্টস। গুজরাতের আহমেদাবাদেও অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। ২২মে লখনৌ সুপার জায়ান্ট ও ২৫ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্স। মুম্বইতে অনুষ্ঠিতে হবে একটি ম্যাচ। ২১ মে দিল্লির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ফাইনাল-সহ প্লে-অফের ম্যাচগুলোর দিন জানানো হলেও, কোথায় অনুষ্ঠিত হবে, তার চূড়ান্ত ঘোষণা এখনও করেনি বিসিসিআই। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই।

আইপিএল-এর পরিবর্তিত সূচি:

১৭ মে- আরসিবি বনাম কেকেআর (বেঙ্গালুরু, ৭:৩০)
১৮ মে- রাজস্থান বনাম পঞ্জাব (জয়পুর, ৩:৩০)
১৮ মে- দিল্লি বনাম গুজরাত (দিল্লি, ৭:৩০)
১৯ মে- এলএসজি বনাম হায়দরাবাদ (লখনৌ, ৭:৩০)
২০ মে- সিএসকে বনাম রাজস্থান (দিল্লি, ৭:৩০)
২১ মে- মুম্বই বনাম দিল্লি (মুম্বই, ৭:৩০)
২২ মে- গুজরাত টাইটান্স বনাম এলএসজি (আহমেদাবাদ, ৭:৩০)
২৩ মে- আরসিবি বনাম হায়দারাবাদ (বেঙ্গালুরু, ৭:৩০)
২৪ মে- পঞ্জাব বনাম দিল্লি (জয়পুর, ৭:৩০)
২৫ মে- গুজরাত টাইটান্স বনাম সিএসকে (আহমেদাবাদ, ৩:৩০)
২৫ মে- হায়দরাবাদ বনাম কেকেআর (দিল্লি, ৭:৩০)
২৬ মে- পঞ্জাব বনাম মুম্বই (জয়পুর, ৭:৩০)
২৭ মে- এলএসজি বনাম আরসিবি (লখনৌ, ৭:৩০)
২৯ মে- প্রথম কোয়ালিফায়ার (৭:৩০)
৩০ মে- এলিমিনেটর (৭:৩০)
১ জুন- দ্বিতীয় কোয়ালিফায়ার (৭:৩০)
৩ জুন- ফাইনাল (৭:৩০)


Spread the love

Related Posts

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

Spread the love

Spread the loveকলকাতা,২৪ অক্টোবর ২০২৫ – এই সুটকেসটা আকাশদীপের জন্য খুব ভালো উপহার। সারাবছরই তো সুটকেস গুছিয়ে রাখতে হচ্ছে। একটা সময় আমাকে সুটকেস গুছিয়ে রাখতে হত। এখন আকাশদীপকে রাখতে হচ্ছে,”এভাবেই…


Spread the love

“আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক বিজেতা দুই তীরন্দাজিকে সম্মানিত করলো কলকাতার সাই “

Spread the love

Spread the love কলকাতা, ১ আগস্ট,২০২৫ : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই) ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স (এনসিওই) কলকাতা শুক্রবার সম্প্রতি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে এমন দু’জন আগত তীরন্দাজকে সম্মানিত…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

SPK জৈন ফিউচারিস্টিক একাডেমির দীপাবলির সৌজন্যে তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করে।

ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, মুখুল মাধব ফাউন্ডেশন ও FICCI FLO কলকাতার সাইকেল বিতরণ অনুষ্ঠান।

রোগীদের অভিজ্ঞতা সপ্তাহ উদযাপনের জন্য সিএমআরআই হাসপাতাল ওয়াকাথনের আয়োজন করেছেনিরাময়, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের চেতনাকে সম্মান জানাতে একটি উদ্যোগ

সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি

সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি