কলকাতা– ১৪ মে,২০২৫ : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা হলেও কমেছে। সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে।আর এই পরিস্থিতি বিবেচনা করেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষ থেকেই আবারও শুরু হবে আইপিএল। মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় দু’টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল সহ বাকি ১৭ টি ম্যাচের জন্য নতুন করে সূচি তৈরি করতে হয়েছে বোর্ডকে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আইপিএল শুরু হবে আগামী ১৭ মে, শনিবার থেকে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। নকআউট পর্বের দিন ঘোষণা হলেও ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও জানায়নি বোর্ড। তবে তা খুব দ্রুতই ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। পূর্ব সূচি অনুযায়ী একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লিগ পর্বের বাকি ১৩টি ম্যাচ মোট ৬ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তার মধ্যে গত বৃহস্পতিবার যুদ্ধ পরিস্থিতির কারণে ধর্মশালায় মাঝপথে বদ্ধ হয়ে যাওয়া পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটিও রয়েছে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ ও মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। তবে চেন্নাই এবং হায়দরাবাদে কোনও ম্যাচ রাখা হয়নি।
বিসিসিআই-এর পক্ষ থেকে পরিবর্তিত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরের মাঠে ১৭ মে কেকেআর এবং ২৩ মে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে খেলবে। রাজস্থানের জয়পুরে হবে তিনটি ম্যাচ। রাজস্থান রয়্যালস ১৮ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে। গত বৃহস্পতিবার ধর্মশালায় বাতিল হয়ে যাওয়া পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে অনুষ্ঠিত হবে জয়পুরে। এছাড়াও, ২৬ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটিও অনুষ্ঠিত হবে জয়পুরে।
দিল্লিতেও অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ১৮ মে দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২০ মে দিল্লিতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ২৫ মে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। লখনৌয়ে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। ১৯ মে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে লখনৌ সুপার জায়ান্টস। গুজরাতের আহমেদাবাদেও অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। ২২মে লখনৌ সুপার জায়ান্ট ও ২৫ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্স। মুম্বইতে অনুষ্ঠিতে হবে একটি ম্যাচ। ২১ মে দিল্লির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ফাইনাল-সহ প্লে-অফের ম্যাচগুলোর দিন জানানো হলেও, কোথায় অনুষ্ঠিত হবে, তার চূড়ান্ত ঘোষণা এখনও করেনি বিসিসিআই। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই।
আইপিএল-এর পরিবর্তিত সূচি:
১৭ মে- আরসিবি বনাম কেকেআর (বেঙ্গালুরু, ৭:৩০)
১৮ মে- রাজস্থান বনাম পঞ্জাব (জয়পুর, ৩:৩০)
১৮ মে- দিল্লি বনাম গুজরাত (দিল্লি, ৭:৩০)
১৯ মে- এলএসজি বনাম হায়দরাবাদ (লখনৌ, ৭:৩০)
২০ মে- সিএসকে বনাম রাজস্থান (দিল্লি, ৭:৩০)
২১ মে- মুম্বই বনাম দিল্লি (মুম্বই, ৭:৩০)
২২ মে- গুজরাত টাইটান্স বনাম এলএসজি (আহমেদাবাদ, ৭:৩০)
২৩ মে- আরসিবি বনাম হায়দারাবাদ (বেঙ্গালুরু, ৭:৩০)
২৪ মে- পঞ্জাব বনাম দিল্লি (জয়পুর, ৭:৩০)
২৫ মে- গুজরাত টাইটান্স বনাম সিএসকে (আহমেদাবাদ, ৩:৩০)
২৫ মে- হায়দরাবাদ বনাম কেকেআর (দিল্লি, ৭:৩০)
২৬ মে- পঞ্জাব বনাম মুম্বই (জয়পুর, ৭:৩০)
২৭ মে- এলএসজি বনাম আরসিবি (লখনৌ, ৭:৩০)
২৯ মে- প্রথম কোয়ালিফায়ার (৭:৩০)
৩০ মে- এলিমিনেটর (৭:৩০)
১ জুন- দ্বিতীয় কোয়ালিফায়ার (৭:৩০)
৩ জুন- ফাইনাল (৭:৩০)




