ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস পালিত হোল মাই ভারত, দক্ষিণ কলকাতার উদ্যোগে।

Spread the love

কলকাতা,05 জুন 2025 – কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের অন্তর্গত মাই ভারত ( আমার ভারত ), দক্ষিণ কলকাতার উদ্যোগে টালিগঞ্জ বাঁশদ্রোণীর বিকাশ ভারতী হাই স্কুলে অনুষ্ঠিত হলো ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস সহযোগিতায় শিব শক্তি ক্লাব । এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও অবদান সম্পর্কে যুব সমাজকে অবগত করা এবং তার আদর্শকে জানানো। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিব শক্তি ক্লাব এর পক্ষ থেকে মিস অরিত্রি দে এবং বিকাশ ভারতী স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের যুব ও ছাত্রসমাজের জাগরণ ছিল এই অনুষ্ঠানের উদ্দ্যেশ্য এর মাধ্যমে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনের অনেক অজানা দিক যুবসমাজের কাছে তুলে ধরা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রী সুজয় চ্যাটার্জী, মিস অরিত্রি দে, এবং শর্মিলা ম্যাডাম অনুষ্ঠানে উপস্থিত না থেকেও সকলপ্রকারে সহযোগিতা করেন স্কুলের প্রিন্সিপাল বৈজু কুমার মিশ্র কেন্দ্রীয় সরকারের এই অনুষ্ঠানের অংশ হিসাবে পালন করা হয় গাছ লাগানো কর্মসূচি, এবং বার করা হয় প্রভাত ফেরি
ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মাল্যদান করা হয় এবং তাকে ফুল দিয়ে সন্মান জানায় বিদ্যালয়ের শিক্ষক , ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে তাঁকে নিয়ে একটি কুইজ এর আয়োজন ও করা হয়…কুইজ এর পুরস্কার হিসাবে দেওয়া হয় মাই ভারত এর টি শার্ট। ভারতের ইতিহাসে এক অন্যতম এবং বিরল ব্যক্তিত্ব ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী তিনি একধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, এবং স্বপ্নদ্রষ্টা হিন্দু মহাসভা থেকে জনসঙ্ঘ, সর্বত্রই তার অবদান ছড়িয়ে রয়েছে যখন ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল অপরিসীম তখন তিনি তার বিপরীত স্রোতে গিয়ে তৈরি করেন হিন্দু মহাসভার সংগঠন

Dsc 1161

ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন বাংলার হিন্দুদের রক্ষাকর্তা এবং পশ্চিমবঙ্গের রূপকার তাকে ছাড়া বর্তমান পশ্চিমবঙ্গের কল্পনা সম্ভব ছিল না দেশভাগের রক্তাক্ত রাজনীতি থেকে পশ্চিমবঙ্গের জন্ম দেন তিনি মহাত্মা গান্ধীর মুসলমান তোষন রাজনীতির বিরোধীতা করেছিলেন সেই সময়ের যে কজন হিন্দুনেতা তাদের মধ্যে তিনি অন্যতম
দেশভাগের পর কংগ্রেস এর বিরোধিতায় হিন্দু মহাসভা নিষিদ্ধ হলে শ্যামাপ্রসাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের গুরুজীর প্রেরণায় প্রতিষ্ঠা করেন জনসঙ্ঘ এই জনসঙ্ঘ থেকে পরবর্তীকালে বিজেপির উৎপত্তি হয় স্বাধীন ভারতে নেহরুর রাজনীতির বিরোধিতা করেছিলেন তিনি সেই বিরোধিতার প্রকাশ দেখা যায় কাশ্মীরে কাশ্মীর যে ভারতের অঙ্গ এটা প্ৰমান করতে গিয়েই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যু হয় তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয় ভারতের রাজনীতির একটি বিশেষ অধ্যায় ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর একটি বিখ্যাত উক্তি–“অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ” বমাই ভারতের এই উদ্যোগ বর্তমান সময়ে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর গ্রহণযোগ্যতা এবং বাংলা-কাশ্মীর এর ক্ষেত্রে তার চিরস্মরণীয় অবদানকে যুবসমাজের মধ্যে প্ৰচার করতে সাহায্য করবে।


Spread the love

Related Posts

কলকাতায় ইসকনের রথ গড়াবে সুখোই-৩০ যুদ্ধবিমানের চাকায়।

Spread the love

Spread the loveকোলকাতা ২৬ জুনঃ যুদ্ধবিমান সুখোই-৩০-এর চাকা নিয়ে এগিয়ে চলেছে জগন্নাথের রথ, বিশ্বশান্তির জন্য প্রার্থনায় মগ্ন কলকাতাবিশ্ব আজ উত্তেজনায় ভরা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মাথার ওপর ভাসছে। এমন সময়ে…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

SPK জৈন ফিউচারিস্টিক একাডেমির দীপাবলির সৌজন্যে তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করে।

ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, মুখুল মাধব ফাউন্ডেশন ও FICCI FLO কলকাতার সাইকেল বিতরণ অনুষ্ঠান।

রোগীদের অভিজ্ঞতা সপ্তাহ উদযাপনের জন্য সিএমআরআই হাসপাতাল ওয়াকাথনের আয়োজন করেছেনিরাময়, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের চেতনাকে সম্মান জানাতে একটি উদ্যোগ

সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি

সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি