মায়ের অবদান অমূল্য — মাতৃদিবসে মণিপাল হসপিটালস-এরআবেগ ঘনশ্রদ্ধার্ঘ্য

Spread the love

কলকাতা, ১৩ই মে ২০২৫: মাতৃত্বের অমোঘ ছায়াকে সম্মান জানিয়ে, মণিপাল হসপিটালস কলকাতা এই বছরের মাতৃ দিবস-এ একটি হৃদয়ছোঁয়া উদ্যোগ গ্রহণ করে। সল্টলেক ও মুকুন্দপুর ইউনিটে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় চিকিৎসকদের সেই মায়েদের প্রতি — যাঁরা নীরবে, নিঃস্বার্থভাবে গড়ে তুলেছেন তাঁদের সন্তানদের, যারা আজ মানুষের জীবন রক্ষার কাজে নিবেদিত।

সল্টলেক ইউনিটে এই অনুষ্ঠান ঘিরে হাসপাতালের চিকিৎসক, কর্মী, স্থানীয় বাসিন্দা ও তাঁদের পরিবারবর্গ একত্রিত হন। হাসপাতালের কর্মীদের সন্তানরা তাঁদের মায়েদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পড়ে শোনায়। উত্তরে মায়েরা তাঁদের সন্তানের জন্য ভালোবাসা ও গর্বে ভরা চিঠি লিখে পাঠান। এই বিনিময়ে আবেগের ঢেউ বইয়ে যায়, যা মনে করিয়ে দেয় — পৃথিবী যতই এগিয়ে যাক, একজন মায়ের প্রভাব চিরকালই অপরিবর্তনীয়।

সল্টলেক ইউনিটের চিকিৎসকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনে, মায়েদের অবদানের প্রতি সম্মান জানাতে। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়, যা রচে যায় স্মৃতির পাতায় এক উজ্জ্বল মুহূর্ত।

এই শহরজুড়ে উদযাপনের অংশ হিসেবে, মণিপাল হসপিটালস-এর ধাকুরিয়া ও ব্রডওয়ে ইউনিটও মাতৃ দিবস পালনে অংশ নেয়। সেখানেও চিকিৎসকদের মায়েদের হাতে তুলে দেওয়া হয় একগুচ্ছ ফুল ও ‘ধন্যবাদ’ বার্তা — তাঁদের নীরব অবদানের স্বীকৃতিস্বরূপ।

এই মাতৃ দিবসে, মণিপাল হসপিটালস তাঁদের শ্রদ্ধা জানাল সেই সব নারীদের, যাঁরা নেপথ্যে থেকেও সন্তানদের আলোকিত করেছেন মানবসেবার পথ ধরে হাঁটার জন্য। এই শ্রদ্ধার্ঘ্য ছিল তাঁদের উদ্দেশেই — মাতৃত্বের মুকুটধারী সেই অদৃশ্য নায়িকাদের, যাঁরা প্রতিটি সাফল্যের পেছনের আসল শক্তি।

Whatsapp image 2025 05 13 at 18.09.22 (2)

Spread the love
  • Related Posts

    ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

    Spread the love

    Spread the love কলকাতা, ২০ অক্টোবর ২০২৫:আমাদের দেশে ক্যানসার আক্রান্ত মহিলাদের মধ্যে ৩০ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত। এবছরে (২০২৫) দেশে নতুন করে ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের সংখ্যা ২,৩০,০০০। এর মধ্যে এরাজ্যে…


    Spread the love

    সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি

    Spread the love

    Spread the love কলকাতা,15.10.2025 : জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তিএই ভাবনাকেই সামনে রেখে Greenply নিয়েছে তাদের উদ্যোগ #CareForAll। এটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং একটি…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মিস করে যাওয়া

    কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

    কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।

    ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

    ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

    SPK জৈন ফিউচারিস্টিক একাডেমির দীপাবলির সৌজন্যে তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করে।

    ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, মুখুল মাধব ফাউন্ডেশন ও FICCI FLO কলকাতার সাইকেল বিতরণ অনুষ্ঠান।

    রোগীদের অভিজ্ঞতা সপ্তাহ উদযাপনের জন্য সিএমআরআই হাসপাতাল ওয়াকাথনের আয়োজন করেছেনিরাময়, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের চেতনাকে সম্মান জানাতে একটি উদ্যোগ

    সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি

    সবার জন্য আনন্দ গড়ে তুলছে Greenply – CareForAll উদ্যোগে সত্যিকারের অন্তর্ভুক্তি